Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Shaajo Shaajao Lyrics (সাজো সাজাও) Sahana Bajpaie | Ballabhpurer Roopkotha Lyrics - Sahana Bajpaie

Collection Sahana Bajpaie

Shaajo Shaajao Lyrics (সাজো সাজাও) Sahana Bajpaie | Ballabhpurer Roopkotha Lyrics

 Lyrics Forest   2052


Shaajo Shaajao Lyrics (সাজো সাজাও) Sahana Bajpaie | Ballabhpurer Roopkotha lyrics (Primary language)

সাজো সাজাও এমন করে

বুঝতে নারী কেমন তুমি

সাজো সাজাও এমন করে

বুঝতে নারী কেমন তুমি

আসল তোমার কতেক খাঁটি

কতেক নকল তোমার মাটি

সাজো সাজাও এমন করে

বুঝতে নারী কেমন তুমি

 

চুলের বাহার টেরি কেটে

সাধ কি শুধু তাতেই মেটে

চুলের বাহার টেরি কেটে

সাধ কি শুধু তাতে মেটে

দেখতে চাই গো হৃদয় ঘেঁটে....এ..

দেখতে চাই গো হৃদয় ঘেঁটে

এ দেখতে চাই গো হৃদয় ঘেঁটে

কোথায় পাতা শীতল পাটি

সাজো সাজাও সাজো

সাজাও এমন করে

বুঝতে নারী কেমন তুমি

খিল দিও না মনের দ্বরে

প্রেমের পাখি বাইরে ওড়ে

খিল দিও না মনের দ্বরে

প্রেমের পাখি বাইরে ওড়ে

দ্বার খুলে দাও আসুক ঘরে

দ্বার খুলে দাও আসুক ঘরে

র.... গড়, র.... গড়

রগড় হবে জমজমাটি

 

সাজো সাজাও এমন করে

বুঝতে নারী কেমন তুমি

আসল তোমার কতেক খাঁটি

কতেক নকল তোমার মাটি

সাজো সাজাও সাজো

সাজাও এমন করে

বুঝতে নারী কেমন তুমি

সাজো...

Shaajo Shaajao Lyrics (সাজো সাজাও) Sahana Bajpaie | Ballabhpurer Roopkotha lyrics in English

Sajo sajao emon kore

Bujhte nari kemon tumi

Asol tomar kotek khanti

Kotek nakol tomar mati

Chuler bahar teri kete

Sadh ki sudhu taatei mete